Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

পদ্মা সেতুর আরো চারটি পিলারের নকশার অনুমোদন

এই চারটিসহ মোট ৩৫টি পিলারের নকশা চূড়ান্ত হল।

আপডেট : ২০ আগস্ট ২০১৮, ০৮:৪৫ পিএম

পদ্মা সেতুর আরো চারটি পিলারের চূড়ান্ত নকশার অনুমোদন দেয়া হয়েছে। ৪২টি পিলারের মধ্যে ১১টি পিলারের নকশা চূড়ান্ত করা বাকি ছিল। এই চারটি পিলারের নকশা চূড়ান্ত হওয়ায় আর সাতটি পিলারের নকশা চূড়ান্ত করা বাকি থাকল।

পদ্মা সেতুর প্রকৌশলী সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

প্রকৌশলীরা জানান, "পদ্মা নদীর মাটির বৈশিষ্ট্যগত ভিন্নতা ও অন্যান্য কারনে ১১টি পিলারের নকশা চূড়ান্ত করা বাকি ছিল যদিও ৪২টি পিলারের মধ্যে ২৮টির নকশা শুরুতেই পাওয়া গিয়েছিল কিন্তু কিছু সমস্যা দেখা দেয়ায় ৮টি পিলারের নকশা পরে পরিবর্তন করা হয়। পরে অন্য আরো তিনটি পিলারের চূড়ান্ত নকশা পাওয়া যায়। এই চারটিসহ মোট ৩৫টি পিলারের নকশা চূড়ান্ত হল। এখন আরও সাতটি পিলারের নকশা চূড়ান্ত করা বাকি।"

পদ্মা সেতুর ২৯৪টি পাইলের মধ্যে ১৯৫টি পাইল সম্পন্ন হয়েছে। বাকি আছে ৯৯টি। তার মধ্যে ১৩টির বটম সেকশনের কাজ শেষ হয়েছে। এখন চলছে টপ সেকশনের কাজ। ৬ দশমিক ১৫ কিলোমিটারের এই সেতুর এরই মধ্যে পাঁচটি স্প্যান বসে গেছে। দৃশ্যমান হয়েছে সেতুর পৌনে এক কিলোমিটার। জানা গেছে, চীন থেকে শিগগির আরও ১২টি স্প্যান আসবে।

About

Popular Links