Sunday, March 23, 2025

সেকশন

English
Dhaka Tribune

জ্বর থাকায় বের করে দিলেন স্বজনরা, আশ্রয় দিলেন ইউএনও

এক সপ্তাহ আগে রেনিসা ঢাকা থেকে রাঙ্গাবালী এসে সৎভাই জসিম হাওলাদারের বাড়িতে আশ্রয় নেন

আপডেট : ৩০ মার্চ ২০২০, ০৩:৩৯ পিএম

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় শরীরে জ্বর থাকায় করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে মানসিক ভারসাম্যহীন নারীকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে পরিবারের সদস্যদের বিরুদ্ধে। তবে ওই নারীর পাশে দাঁড়িয়ে সেবা-শুশ্রুষার ব্যবস্থা করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

রবিবার (২৯ মার্চ) রাতে পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

রেনিস বেগম মালা (৪২) একজন মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তিনি উপজেলার সদর ইউনিয়নের উনিশ নম্বর গ্রামের মৃত নুর হোসেন হাওলাদারের মেয়ে।

ওই নারীর পরিবারের সদস্যরা জানান, রেনিস বেগম ঢাকার মুগদা থানার উত্তর মুগদাপাড়ায় থাকতেন। স্বামীর সঙ্গে দূরত্বের পর থেকেই তিনি মানসিকভাবে বিপর্যস্ত। এক সপ্তাহ আগে রেনিসা ঢাকা থেকে রাঙ্গাবালী এসে সৎভাই জসিম হাওলাদারের বাড়িতে আশ্রয় নেন। গত কয়েক দিন ধরে রেনিস জ্বরে ভুগছিলেন।

এবিষয়ে ইউএনও মাশফাকুর রহমান বলেন, “ঘটনাটি শুনে রেনিসা বেগমকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি খাবারের ব্যবস্থা করি।”

প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।

   

About

Popular Links

x