Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

মুন্সীগঞ্জে জ্বরে আক্রান্ত হয়ে শিশুর মৃত্যু

‘তার ঠাণ্ডা-কাশি ছিল না তবে, জ্বর ও কানে ব্যথা ছিল’

আপডেট : ৩১ মার্চ ২০২০, ১০:২৮ এএম

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় জ্বর ও কানে ব্যথা নিয়ে সোহরাব হোসেন (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার বাউশিয়া ইউনিয়নের মনাইরকান্দি গ্রামের শহীদুল ইসলামের ছেলে।

সোমবার (৩০ মার্চ) ভোররাতে তার মৃত্যু হয়। সিভিল সার্জন ডা. মো. আবুল কালাম আজাদ এ খবর নিশ্চিত করেন।

তিনি জানান, শিশুটির ঠাণ্ডা-কাশি ছিল না তবে, জ্বর ছিল। সোমবার রাত ৩টায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসা হলে দেখা যায় তার ঘাড় শক্ত হয়ে বাঁকা হয়ে যাচ্ছিল। 

আশংকাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এরপর সকালেই তাকে দাফন করা হয়। তার মৃত্যু মেনিনজাইটিস রোগে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, নিহতের বাড়ির আশেপাশে কোন প্রবাসীও ছিল না। জাতীয় রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটউটের (আইইডিসিআর) সঙ্গে কথা বললে তারা জানিয়েছেন, এই সিন্ড্রোম করোনাভাইরাস আক্রান্তদের মতো নয়।

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাসলিমা আক্তার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে গভীর রাতে সোহরাব হোসেনকে নিয়ে আসা হয়। এসময় তার জ্বর ছিল, ঘাড় বেঁকে যাচ্ছিল, খিচুনির সাথে বমিও হচ্ছিল। 


About

Popular Links