Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

সৌদিতে করোনাভাইরাসে মারা গেলেন চট্টগ্রামের হাছান

গত ছয়দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হাসানের

আপডেট : ৩১ মার্চ ২০২০, ০৬:০১ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে মারা গেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার মুহাম্মদ হাছান (৩৮) নামের এক ব্যক্তি।মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে পরিবারের পক্ষ থেকে হাছানের ছোটভাই হেলাল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মৃত হাসান লোহাগাড়া থানার বড়হাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাকফিরানী দূর্লভের পাড়ার লিয়াকত আলীর ছেলে।

হেলাল উদ্দিন জানান, সৌদি আরবে মদিনা তাইবা মার্কেটে চাকরি করতেন হাছান। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি সরকার কারফিউ জারি ও ব্যবসা-বাণিজ্যসহ সবকিছু বন্ধ ঘোষণা করে। এরপর কয়েকদিন আগে মদিনা থেকে দূরে এক বন্ধুর কাছে বেড়াতে যান তিনি। সেখানে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ভর্তির তিনদিন পর করোনাভাইরাস শনাক্ত হলে সৌদি সরকারের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন হাছান। এরপর গত ছয়দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হাসানের।

মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মদিনার একটি সরকারি হাসপাতালে হাছানের মৃত্যু হয়। দুপুর আড়াইটার দিকে মদিনায় কর্মরত তার ফুপাতো ভাই ফোন করে পরিবারকে মৃত্যুর বিষয়টি জানান।

   

About

Popular Links

x