Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

কমিশনার মাসুম গণির উদ্যোগে রাজধানীতে দরিদ্রদের খাদ্য সহায়তা

এই কর্মসূচিতে সার্বিক সহায়তা করেছে নিউ বাড্ডা থিয়েটার

আপডেট : ৩১ মার্চ ২০২০, ০৭:২৬ পিএম

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী চলছে সরকারি ছুটি। এই ছুটিতে রাজধানী ছেড়েছেন এক কোটিরও বেশি মানুষ। বন্ধ রাখা হয়েছে কল-কারখানা। সামর্থ্যবান মানুষের ঘরে খাবার থাকলেও চলমান পরিস্থিতিতে বিপাকে পড়েছেন শ্রমজীবী দিনমজুরেরা। অনাহারে-অর্ধাহারে থাকা এসব মানুষের পাশে দাঁড়াচ্ছেন সমাজের অনেক বিত্তশালী ও জনপ্রতিনিধিরা। তেমনই এক জনপ্রতিনিধি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কমিশনার মাসুম গণি তাপস।

তারই উদ্যোগে মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর গুলশান-বাড্ডা এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। এই কর্মসূচিতে সার্বিক সহায়তা করেছে নিউ বাড্ডা থিয়েটার।

দরিদ্রদের মুখে খাবার তুলে দিতে কাজ করছেন নিউ বাড্ডা থিয়েটারের কর্মীরা। ছবি: সৌজন্যত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (গুলশান জোন) সুদীপ কুমার চক্রবর্তী, মাসুম গণি তাপস, বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. পারভেজ ইসলাম ছাড়াও নিউ বাড্ডা থিয়েটারের সভাপতি ওয়াকিল বাবু, সাধারণ সম্পাদক ইমতিয়াজুর রহমান রাফি, গভর্নিং বডির চেয়ারম্যান নুরুল ইসলাম সাগর প্রমুখ।

   

About

Popular Links

x