করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও আক্রান্তদের চিকিৎসায় সব কর্মীদের একদিনের বেতন দান করছে বাংলাদেশ রেলওয়ে। যার পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অর্থ জমা হবে।
রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন ঢাকা ট্রিবিউনকে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার জন্য রেলওয়ে ইতোমধ্যে ওই অর্থ তার কাছে হস্তান্তর করেছে।
তিনি বলেন, “আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আবেদন করেছি। সম্ভবত আগামী রবিবার প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পাওয়া যাবে।”
উল্লেখ্য, বুধবার পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন, মোট আক্রান্তের সংখ্যা ৫৪।