Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

লক্ষ্মীপুরে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু

ওই বাড়িতে ইতালিফেরত দুইজন প্রবাসী ছিলেন। তারা এখনও ওই বাড়িতেই অবস্থান করছেন

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ০৬:৩০ পিএম

জ্বর, শ্বাসকষ্ট ও ডায়রিয়া নিয়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তির পর এক ব্যক্তির (৭০) মৃত্যু হয়েছে।  

বুধবার (০১ এপ্রিল) রাতে ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে বৃহস্পতিবার সকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জেলা সিভিল র্সাজন ডা. আব্দুল গাফফার জানান, ওই ব্যক্তি জ্বর ও ডায়রিয়া আক্রান্ত হয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তির পর মারা যান। এর আগেই তিনি অসুস্থ ছিলেন বলে জানা গেছে। ওই বাড়িতে ইতালিফেরত দুইজন প্রবাসী ছিলেন। তারা এখনও ওই বাড়িতেই অবস্থান করছেন। এ ঘটনায় মৃত ব্যক্তির বাড়ি ও আশেপাশেল ১৫টি পরিবারকে লক ডাউনে রাখা হয়েছে।

লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, “মৃত ব্যক্তির বাড়িতে পুলিশি পাহারা বসানো হয়েছে। যেন ওই বাড়ি থেকে বের হতে বা প্রবেশ করতে না পারে। তবে তাদের জরুরি কোনো কিছুর প্রয়োজন হলে তারা পুলিশকে ফোন করবে। পুলিশ তাদেরকে প্রযোজনীয় জিনিসপত্র পৌঁছে দেবে।”

   

About

Popular Links

x