Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

গাজীপুরে সর্দি-শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে এক নারী

‘ওই নারী সর্দি, শ্বাসকষ্ট, গলাব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত’

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০৫:১০ পিএম

গাজীপুর মহানগরের ভাওরাইদ এলাকা থেকে সর্দি, শ্বাসকষ্ট, গলাব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত অজ্ঞাত এক নারীকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হয়েছে। 

বৃহস্পতিবার (০২ এপ্রিল) রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মেডিকেল কলেজের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শরিফুল ইসলাম বলেন, “ওই নারীকে করোনাভাইরাস আইসোলেশনে ভর্তি আছেন। তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে করোনাভাইরাস পজিটিভ হয়েছে কিনা। তবে, ওই নারী সর্দি, শ্বাসকষ্ট, গলাব্যথা ও ডায়রিয়ায় আক্রান্ত।” 


   

About

Popular Links

x