Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

বন্দর নগরীতে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত

জেলা সিভিল সার্জন ঢাকা ট্রিবিউনকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০৯:১৬ পিএম

বন্দর নগরী চট্টগ্রামে এক ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। শহরটিতে করোনাভাইরাস টেস্টে পজিটিভ আসার ঘটনা এটিই প্রথম।

শুক্রবার (০৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জেলা সিভিল সার্জন ড. শেখ ফজলে রাব্বি ঢাকা ট্রিবিউনকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


আরও পড়ুন- দেশের যেসব জায়গায় করা যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা


তিনি বলেন, বাংলাদেশ ইন্সটিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজের (বিআইটিআইডি) ল্যাবরেটরিতে পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ওই রোগীকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে বলে জানান সিভিল সার্জন। সঙ্গত কারণেই তার নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।

About

Popular Links