Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: রবিবার কর্মপরিকল্পনা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দিক নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ০৩:১৩ পিএম

করোনাভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় রবিবার (৫ এপ্রিল) সরকারের কর্মপরিকল্পনা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য নিশ্চিত করেন বলে বাসস-এর একটি প্রতিবেদনে বলা হয়।

ইহসানুল করিম বলেন, রবিবার গণভবন থেকে সকাল ১০টায় প্রেস কনফারেন্সের মাধ্যমে এই কর্মপরিকল্পনা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি আরও বলেন, “বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতারের পাশাপাশি দেশের সকল বেসরকারি টিভি চ্যানেল ও এফএম রেডিও প্রেস কনফারেন্সটি সরাসরি সম্প্রচার করবে।”

About

Popular Links