এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত যতজন শনাক্ত হয়েছেন তারমধ্যে, রাজধানীর বাসাবো এলাকায় ৯, মিরপুরে ১১ ও নারায়ণগঞ্জের ১১জন বলে জানিয়েছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
রবিবার (৫ এপ্রিল) দুপুর ১টায় স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে তিনি জানান, সামাজিক সংক্রমণ এখনও এলাকাভিত্তিক। নতুন আক্রান্ত পাওয়া যাওয়ায় রাজধানীর মিরপুর, বাসাবো ও নারায়ণগঞ্জে নজরদারি বাড়ানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করে ১৮জনকে শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
এর আগে, গত ২৪ ঘণ্টায় (৪ এপ্রিল সকাল ৮টা থেকে ৫ এপ্রিল সকাল ৮টা) দেশে একজনের মৃত্যু ও নতুন করে আরও ১৮জন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৩জন সুস্থ হওয়ায় মোট ৩৩জন সুস্থ হয়েছেন বলেও জানান তিনি।