Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

জাতীয় নারী ফুটবল দলের অধিনায়কের বাড়িতে হামলা

এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১০:৪১ এএম

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক ও গোলমেশিন নামে খ্যাত সাবিনা খাতুনের বাড়িতে তুচ্ছ ঘটনায় হামলার ঘটনা ঘটেছে।

 রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শহরের জজকোট সংলগ্ন সবুজবাগ এলাকায় সাবিনার বাড়িতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।

তিনি জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী ইমনের নেতৃত্বে সাবিনা খাতুনের বাড়িতে হামলা চালানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন সাবিনার বোন সালমা খাতুন। তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি আসাদুজ্জামান ঢাকা ট্রিবিউনকে বলেন, “এ ঘটনায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে প্রধান আসামি ইমন ও লতা নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আসামিকে গ্রেফতারে অভিযান চলছে।” 

 

   

About

Popular Links

x