Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

যশোরে জোড়া লাগা যমজ কন্যা শিশুর জন্ম

বর্তমানে যমজ শিশু ও তার মা সুস্থ আছে

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০৪:০০ পিএম

যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে জোড়া লাগা যমজ কন্যা শিশুর জন্ম দিয়েছেন এক গৃহবধূ।

 রবিবার (৫ এপ্রিল) রাতে গাইনী বিশেষজ্ঞ ডা. নিলুফার ইসলাম এমিলি সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো অবস্থায় যমজ শিশুকে বের করেন।

গৃহবধূর স্বামী উজ্জ্বল হোসেন জানান, রবিবার রাতে তার স্ত্রী খুরশিদা বেগমের (৩৪) প্রসব যন্ত্রনা শুরু হলে বেসরকারি ওই হাসপাতালে ভর্তি করেন। পরে সিজারিয়ান অস্ত্রোপচার করেন চিকিৎসক।

 তিনি জানান, যমজ শিশুর বুক একসাথে লেগে রয়েছে। তাছাড়া সব কিছু আলাদা। বর্তমানে যমজ শিশু ও তার মা সুস্থ আছে।

   

About

Popular Links

x