Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

আওয়ামী লীগ নেতা বাড়িতে মিললো ২,৫০০ কেজি ত্রাণের চাল

এ চালের আনুমানিক মূল্য ১ লাখ টাকা

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০৪:৩৪ পিএম

ঝালকাঠির সদর উপজেলায় এক ইউনিয়ন পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে ২ হাজার ৫০০ কেজি চাল উদ্ধার করেছে জেলা প্রশাসন। রোববার (৫ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে চাল উদ্ধার করা হয়। 

অভিযুক্ত মনির হোসেন উপজেলার বাসন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং আগড়বাড়ি গ্রামের ৮ নম্বর ইউপি সদস্য।
ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি আহমেদ হাসান জানান, গোপন সংবাদে ইউপি সদস্য মনিরের বাড়িতে অভিযান করা হয়। এসময় ত্রাণের সরকারি ২ হাজার ৫০০ কেজি চাল উদ্ধার হয়। চালগুলো সরকারি বস্তা খুলে অন্য বস্তায় রাখা হয়েছিলো। তবে ত্রাণের সরকারি বস্তাগুলো একই স্থান থেকে উদ্ধার করা হয়েছে। সরকারি এ চালের আনুমানিক মূল্য ১ লাখ টাকা। চাল উদ্ধারের সময় ইউপি সদস্য বাড়িতে ছিলেন না। তাকে মুঠোফোনে বারবার খবর দিলেও তিনি আসেননি। 

এ ঘটনায় চাল জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান জেলা প্রশাসনের এ কর্মকর্তা।

এ বিষয়ে অভিযুক্ত মনির হোসেন বলেন, “সরকারি খাদ্য গুদাম থেকে এ চাল ছাড়ানো হয়েছে। আমার কাছে ডকুমেন্টস আছে।”

   

About

Popular Links

x