এখন পর্যন্ত দেশের ১৫টি জেলায় করোনাভাইরাস সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এর মধ্যে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে ঢাকার অবস্থান শীর্ষে। এসব তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
সোমবার (০৬ এপ্রিল) এক প্রেস ব্রিফিংয়ে অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ঢাকায় ৬৪ জনসহ দেশের ১৫টি জেলায় মোট ১২৩ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
আক্রান্তের সংখ্যায় ঢাকার পরেই অবস্থান নারায়ণগঞ্জের। জেলাটিতে এখন পর্যন্ত ২৩ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
এছাড়া, গাইবান্ধায় ৫, জামালপুরে ৩, চট্টগ্রামে ২ ছাড়াও কুমিল্লা, চুয়াডাঙ্গা, গাজীপুর, শরীয়তপুর, কক্সবাজার, নরসিংদী, মৌলভীবাজার, সিলেট এবং রংপুরে ১ জন করে করোনাভাইরাস আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
ঢাকা মেট্রোপলিটন এলাকার চারটি উপজেলায়ও এখন পর্যন্ত একজন করে করোনাভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া গেছে।
মোট আক্রান্ত ১২৩ জনের মধ্যে এখন পর্যন্ত মারা গেছেন ১২ জন।