Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

গাইবান্ধায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, বাড়ি লকডাউন

মৃত যুবক নারায়ণগঞ্জে রাজমিস্ত্রির কাজ করতেন। সেখানে সর্দি জ্বরে আক্রান্ত হয়ে গত ২৫ মার্চ বাড়ি ফিরে যান

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০৫:৫১ পিএম

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাতেই ওই যুবকের বাড়ি লকডাউন করা হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) বিকালে ওই যুবকের মৃত্যু হয়। পরে গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় রাত ১১টার দিকে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এদিকে এই মৃত্যুর পর ওই গ্রামে করোনাভাইরাস আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, মৃত যুবক নারায়ণগঞ্জে রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করতেন। সেখানে সর্দি জ্বরে আক্রান্ত হয়ে গত ২৫ মার্চ বাড়ি ফিরে আসেন। এ ছাড়া তার আগে থেকেই অ্যাজমা ও শ্বাসকষ্ট ছিল।  

তিনি আরও জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে ওই যুবকের নমুনা সংগ্রহ করা হয়েছে। এটি পরীক্ষার জন্য সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। সেখান থেকে রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কিনা।

   

About

Popular Links

x