Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

নরসিংদীতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত

জেলা প্রশাসনের করোনা প্রতিরোধ সেল তার চিকিৎসার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ০৯:৫৪ পিএম

নরসিংদীতে একজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। তার বাড়ি পলাশ উপজেলার ডাঙ্গা ইসলামপাড়া এলাকায়। তিনি নারায়ণগঞ্জে চাকরি করতেন বলে জানা গেছে।

সোমবার (০৬ এপ্রিল) রাতে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস এবং জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, ওই ব্যক্তি নারায়ণগঞ্জে চাকরি করেন। সম্প্রতি সাধারণ ছুটি ঘোষণার পর তিনি বাড়িতে ফেরেন। এরপর করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ দেখা দিলে দুইদিন আগে তিনি নিজেই ঢাকার একটি হাসপাতালে গিয়ে পরীক্ষা করান। সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে, তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় প্রশাসনকে জানান ওই ব্যক্তি।

জেলা প্রশাসনের করোনা প্রতিরোধ সেল তার চিকিৎসার বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেবে।

About

Popular Links