Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

সিরাজগঞ্জে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে পোশাক শ্রমিকের মৃত্যু

গত ১ এপ্রিল ঢাকা থেকে বাড়িতে ফিরেছিলেন তিনি। তখন থেকেই তার হাঁচি-কাশির উপসর্গ ছিল এবং ক্রমাগতভাবে গলাব্যথা ও ডায়রিয়া হচ্ছিল

আপডেট : ০৬ এপ্রিল ২০২০, ১০:৪১ পিএম

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সরাপপুর এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার উপসর্গ নিয়ে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফাত জাহান জানান, মৃত পোশাক শ্রমিক গত ১ এপ্রিল ঢাকা থেকে বাড়িতে ফেরেন। তখন থেকেই তার হাঁচি-কাশির উপসর্গ ছিল এবং ক্রমাগতভাবে গলাব্যথা ও ডায়রিয়া হচ্ছিল। সোমবার দুপুরে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়।

পরিবারের সদস্যরা জানান, তিনি দীর্ঘদিন ধরে জন্ডিসে আক্রান্ত ছিলেন।

জেলা সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, “ওই পোশাক শ্রমিকের বাড়িতে মেডিকেল টিম পাঠিয়ে নমুনা সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে।”

About

Popular Links