Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় জ্বর-সর্দিতে আরও একজনের মৃত্যু, নাতি আইসোলেশনে

`খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রশাসনের সহযোগিতায় ওই ব্যক্তির বাড়িটি লকডাউন করা হয়েছে’

আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১০:১০ এএম

খুলনার রূপসা উপজেলার দেবীপুরে জ্বর-সর্দিতে আক্রান্ত আরও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নিজ বাড়িতে মারা যান তিনি। তার নাম সালেহা (৬০)। খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি একসপ্তাহ আগে ঢাকা থেকে খুলনা আসেন। তার নাতিও (২৫) অসুস্থ হওয়ায় তাকে উপজেলা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

তিনি জানান, মৃত ব্যক্তিসহ তার সেবায় নিয়োজিত ও সংস্পর্শে যারা ছিলেন তাদের সকলের নমুনা সংগ্রহ করার নির্দেশ দেয়া হয়েছে।

রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আনিসুর রহমান জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রশাসনের সহযোগিতায় দেবীপুরের ওই বাড়িটি লকডাউন করা হয়েছে। আর মৃত বৃদ্ধার অসুস্থ্ নাতিকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে।

এর আগে গত ২০ মার্চ রূপসা উপজেলার শিয়ালী গ্রামের এক স্কুল শিক্ষক ভারত থেকে ফেরার পর স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে ১৪ দিনের কোয়ারেন্টিন পালন করেন। এ কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয় গত ১৮ মার্চ। এর একদিন পর ২০ মার্চ ভোর রাতে তিনি নিজ বাড়িতেই মারা যান। মৃত স্কুল শিক্ষক বিষ্ণু পদ বিশ্বাস (৫০) শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক।

About

Popular Links