Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

জামালপুরে জ্বর ও বমিতে নারীর মৃত্যু

জ্বর ও মাথাব্যথার সঙ্গে বমি শুরু হলে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়

আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০৫:২৭ পিএম

জামালপুরের মেলান্দহের চরবাণী পাকুড়িয়া ইউনিয়নের ভাবকী গ্রামে জ্বর ও বমি নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। 

চারদিন আগে ওই নারী মেলান্দহের আদিপৈত গ্রাম থেকে ভাবকী বেপারিপাড়ায় আত্মীয়ের বাড়ি বেড়াতে আসার পর জ্বর ও মাথাব্যথার সঙ্গে বমি শুরু হলে মঙ্গলবার (০৭ এপ্রিল) বিকেলে তার মৃত্যু হয়। 

চরবাণী পাকুড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন ভুট্টু জানান, আত্মীয়ের বাড়ি বেড়াতে আসার পর ওই নারীর মাথাব্যথা ও জ্বর দেখা দেয়। মঙ্গলবার জ্বর ও মাথাব্যথার সঙ্গে বমি শুরু হলে বিকেলে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয় তার।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. ফজলুল হক জানান, মৃত নারীটির স্বজনেররা জানিয়েছেন তার কোনো অসুখ ছিল না। মঙ্গলবার হঠাৎ তার বমি শুরু হয়। তারপর তিনি মারা যান। প্রাথমিকভাবে ধারণা করছি, তিনি স্ট্রোকে মারা গেছেন। তার নমুনা সংগ্রহ করা

হয়েছে। 

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন বলেন, “মারা যাওয়া নারী করোনাভাইরাসে সংক্রমিত ছিলেন কিনা তা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে ওই নারীর মধ্যে কি ধরনের উপসর্গ ছিল তা আমি জানি না।”

   

About

Popular Links

x