রাজধানীর শেরেবাংলা নগরের একটি বস্তির এক বাসিন্দার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়ার পর পুরো বস্তিটিকে লকডাউন করা হয়েছে।
শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জান-ই-আলম মুন্সি ঢাকা ট্রিবিউনকে জানিয়েছেন, বুধবার বিকেলে মোতাহারের বস্তি নামে ওই বস্তিটিকে লকডাউন করা হয়।
ওসি জানান, মোতাহারের বস্তিতে থাকা যে ব্যক্তির শরীরে আজ সংক্রমণ ধরা পড়েছে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের অস্থায়ী কর্মী।
বস্তিটিতে ৩০০ থেকে ৩৫০টি পরিবার বাস করে।