করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে লোকসমাগম করে বিয়ে করায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আমিনপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শাহীন কবিরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা বিভাগের পরিবার পরিকল্পনা পরিচালক মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার ৭০ জন বরযাত্রী নিয়ে উপজেলার সনমান্দি গ্রামের জামাল উদ্দিনের মেয়ে নাদিয়া আক্তারকে বিয়ে করেন শাহীন কবির। সেদিন সন্ধ্যায় বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। কিন্তু করোনাভাইরাসের প্রকোপের সময় বিয়ের খবরে স্থানীয় লোকজন তাতে আপত্তি করে ও বরপক্ষকে কটূক্তি করে। এতে অপমানিত হয়ে শাহীন কবির ও তার সঙ্গে অতিথি হয়ে আসা বরযাত্রীরা কনে নাদিয়া আক্তারকে রেখেই ফিরে যান।
বিয়ের খবর জানাজানি হওয়ার পর বুধবার বিকেলে পুলিশ নিয়ে শাহীন কবিরের বাড়িতে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম। ইউএনওর উপস্থিতি টের পেয়ে শাহীন কবির বাড়ি থেকে পালিয়ে যান। পরে ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শাহীন কবিরের ছোট ভাই সোহেল মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন-লকডাউন উপেক্ষা করে বিয়ে করতে গেলেন সরকারি কর্মকর্তা!
