Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও বসলো পদ্মা সেতুর ২৮তম স্প্যান

এরমধ্য দিয়ে দৃশ্যমান হয়েছে সেতুটির ৪.২ কিলোমিটার

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ১২:৪৩ পিএম

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারাদেশে অঘোষিত লকডাউনের মধ্যে পদ্মা সেতুতে ২৮তম স্প্যান বসানো হয়েছে। এরমধ্য দিয়ে দৃশ্যমান হয়েছে সেতুটির ৪.২ কিলোমিটার। 

শনিবার (১১ এপ্রিল) সকালে  ২৮তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে সেতুবন্ধন তৈরি হয়েছে মুন্সীগঞ্জ ও মাদারীপুর জেলার। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে।

পদ্মা সেতুর ২০তম স্প্যানের অবস্থান মুন্সীগঞ্জ জেলায় এবং ২১তম স্প্যানের অবস্থান মাদারীপুর জেলায়। দুই পিয়ারের মাঝ বরাবর পদ্মা নদীতে দুই জেলার সীমানা ভাগ হয়েছে।

পদ্ম সেতুর উপ-সহকারী সচিব হুমায়ুন কবির  বলেন, সেতুর ২০ ও ২১তম পিয়ারের উপর ২৮তম স্প্যানটি  স্থাপন করা হয়েছে।

পদ্মা সেতুর প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের বলেন, এরই মধ্যে ৪২টি  পিয়ারের কাজ শেষ হয়েছে। 

এদিকে, ২৮ তম এ স্প্যানটি স্থাপনের  ফলে আর ১৩টি স্প্যান স্থাপনের কাজ বাকি রয়েছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের ”সিনো হাইড্রো করপোরেশন”।

About

Popular Links