Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জের সিভিল সার্জন করোনাভাইরাসে আক্রান্ত

জেলার করোনাভাইরাস বিষয়ক মুখপাত্র ডা. মোহাম্মদ জাহিদুল ইসলামও আক্রান্ত হয়েছেন  

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৫:১৬ পিএম

নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেন নারয়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার   (আরএমও) ডা. আসাদুজ্জামান।

তিনি জানান, শুক্রবার বিকালে তার নমুনা পরীক্ষায় পজিটিভ ফলাফল আসে। তিনি এতোদিন হোম কোয়ারেন্টাইনে ছিলেন। করোনাভাইরাসে আক্রান্তের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর তাকে আইসোলেশনে নেয়া হয়েছে।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আরও আক্রান্ত হয়েছেন বন্দর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মুহাম্মদ আব্দুল কাদের। তিনিও বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন।

এর আগে করোনাভাইরাসে আক্রান্ত হন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও জেলার করোনাভাইরাস বিষয়ক মুখপ্রাত্র ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম। বর্তমানে আইসোলেন আছেন তিনি। 

এ ব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে তারা করোনাভাইরাসে আক্রান্ত হন। তাদের সাথে মাঠ পর্যায়ে কাজ করেছেন এমন কয়েকজন কর্মকর্তার নমুনা পরীক্ষা করে নেগেটিভ ফলাফল পাওয়া গেছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনসহ মোট ৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ১০ এপ্রিল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ৮ জন। এর আগে ৭ এপ্রিল নারায়ণগঞ্জ জেলা লকডাউন ঘোষণা করে প্রশাসন।

About

Popular Links