Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

২৫ এপ্রিল পর্যন্ত সব আদালত ছুটি

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে সাধারণ ছুটির মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে শুক্রবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়

আপডেট : ১১ এপ্রিল ২০২০, ০৬:২৭ পিএম

সুপ্রিম কোর্ট দেশের সব আদালতের ছুটি ২৫ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করেছে।  শনিবার (১১ এপ্রিল) সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়। 

ঘোষণায় বলা হয়, দেশের পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সংক্রান্ত এক বৈঠকের পর প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিরা এ সিদ্ধান্ত নিয়েছেন।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে সাধারণ ছুটির মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে শুক্রবার প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

গত ২৪ মার্চ প্রধান বিচারপতির নির্দেশ অনুযায়ী দেশের আদালতগুলোতে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।  পরে ১ এপ্রিল ছুটির সময় বাড়িয়ে ৯ এপ্রিল পর্যন্ত নেওয়া হয়। তারও পরে ছুটির মেয়াদ বাড়িয়ে ১৪ এপ্রিল নির্ধারণ করা হয়।

   

About

Popular Links

x