Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

সিলেটে ২০ চিকিৎসক ও ২৫ স্বাস্থ্যকর্মী কোয়ারেন্টাইনে

করোনাভাইরাসে আক্রান্ত এক নারীর সংস্পর্শে এসেছিলেন তারা

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ১০:৪৪ এএম

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত নারীর সংস্পর্শে আসায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ২০ চিকিৎসক, ১৪ নার্স এবং ১১ জন আয়া ও ওয়ার্ডবয়কে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ৪ দিন আগে হাসপাতালে ভর্তি ওই নারী এক সন্তানের জন্ম দেন। পরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার ফলাফলে তার করোনাভাইরাস ধরা পড়ে।

পরে ওই নারীর চিকিৎসার সময় তার সংস্পর্শে আসা ২০ ডাক্তার ও ২৫ স্বাস্থ্যকর্মীকে কোয়ারেন্টাইনে নেয়া হয়।

জানা যায়, ২৫ বছর বয়সী নারীর বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার বেরীগাও গ্রামে। কয়েক দিন আগে এই নারীর স্বামী নারায়ণগঞ্জ থেকে এসেছে বলে জানা গেছে। ওই মহিলা সেখানে সিকিউরিটি গার্ড ছিলেন।

এর আগে সিলেট বিভাগে একজন চিকিৎসকসহ ৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে এ বিভাগে ৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হলো।

About

Popular Links