Tuesday, March 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ডেঙ্গু আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যা বাড়ছে

বর্তমানে ঢাকার হাসপাতালে ছয়জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন

আপডেট : ১৪ এপ্রিল ২০২০, ০৫:০৬ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকায় দুজনসহ তিনজন ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

অধিদপ্তরের সর্বশেষ বার্তা অনুযায়ী, বর্তমানে ঢাকার হাসপাতালে ছয়জনসহ মোট সাতজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন দুজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

চলতি বছরে এখন পর্যন্ত ২৮৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ২৮০ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

গত বছর দেশে ডেঙ্গু জ্বরের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয় এবং সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ২৭৬টি ডেঙ্গুজনিত মৃত্যুর প্রতিবেদন পায়। তারা সবগুলো পর্যালোচনা করে ১৭৯ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করে।

   

About

Popular Links

x