Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

মৃত্যুর ৪ দিন পর জানা গেল করোনাভাইরাস আক্রান্ত ছিলেন যুবক

প্রসঙ্গত,  এ পর্যন্ত চাঁদপুর জেলায় ৯ জন এ ভাইরাস আক্রান্ত হলেও তিনিই প্রথম এ ভাইরাসটি আক্রান্ত হয়ে মারা যান

আপডেট : ১৫ এপ্রিল ২০২০, ০২:১১ পিএম

চাঁদপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু নিশ্চিত করেছে স্বাস্থ্য বিভাগ। 

বুধবার (১৫ এপ্রিল) এতথ্য জানিয়েছেন চাঁদপুরের সিভিল সার্জন ডা. সাখাওয়াত উল্লাহ। এছাড়া জেলায় নতুন করে আরও ৫জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে জেলায় মোট ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯জনে। 

জানা গেছে, গত শনিবার বিকেলে নারায়ণগঞ্জ ফেরত ওই ব্যক্তি চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে তার শ্বশুরবাড়িতে মারা যান। শ্বাসকষ্টসহ করোনার বিভিন্ন উপসর্গে আক্রান্ত ছিলেন তিনি। 

নারায়নগঞ্জে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন তিনি।  গত ১ এপ্রিল স্ত্রী-সন্তানসহকে নিয়ে তিনি শ্বশুরবাড়িতে যান। এরপর শনিবার দুপুরের দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়, বিকেলে তিনি মারা যান। তার মৃত্যুর খবর পেয়ে ওই দিন রাতেই তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। বিশেষ ব্যবস্থায় তাকে দাফনও করা হয়। পরে ওই বাড়িটি লকডাউন করা হয়।

ডা. সাখাওয়াত উল্লাহ জানান, “বুধবার সকালে তার রিপোর্ট এসেছে। মারা যাওয়া ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।” এপর্যন্ত জেলাটিতে মোট করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৯জন বলেও জানান তিনি।

About

Popular Links