বকেয়া বেতনের দাবিতে বিমানবন্দর চৌরাস্তা সড়ক অবরোধ করেছে গার্মেন্টস শ্রমিকরা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১টার দিকে ওই এলাকার কয়েকটি গার্মেন্টসের শ্রমিকেরা একত্র হয়ে সড়ক অবরোধ করে। বেলা সাড়ে ৩টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রমিকেরা সেখানে অবস্থান করছিল।
বিমানবন্দর পুলিশের এসআই ফয়জুল ইসলাম সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শ্রমিকেরা কোন পোশাক কারখানার তার নাম তিনি বলতে পারেননি।
ফয়জুল ইসলাম বলেন, তাদের কারখানা দক্ষিণখান এলাকায় অবস্থিত কিন্তু তারা বিমানবন্দর সড়কে অবস্থান নিয়েছে।
গত ২৫ এপ্রিল সরকার সাধারণ ছুটি ঘোষণার পর বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) তাদের পোশাক কারখানাগুলো বন্ধ ঘোষণা করে। তবে সরকার ১৬ এপ্রিলের মধ্যে শ্রমিকদের সবার বেতন-ভাতা পরিশোধ করতে বলেছিল। কিন্তু এখনও অনেক পোশাক কারখানা মালিক তাদের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেনি।
স্থানীয়রা জানিয়েছেন, করোনাভাইরাস সংক্রমণের মধ্যে এমন কর্মসূচি শ্রমিকদের মধ্যে করোনাভাইরাসের ঝুঁকি বাড়িয়ে দেবে। তাদের বেতন-ভাতার সমস্যা দ্রুত সমাধান হওয়া উচিত।