Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

কোভিড-১৯ পরীক্ষার হারে এশিয়ায় সবার নিচে বাংলাদেশ

এশিয়ায় কোভিড-১৯ পরীক্ষার হারের তালিকায় বাংলাদেশের থেকে পিছিয়ে আছে শুধু মিয়ানমার

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০৪:১৫ পিএম

সম্প্রতি কোভিড-১৯ শনাক্তে নমুনা পরীক্ষার হার অনেক বৃদ্ধি করা হয়েছে। তবে, নমুনা পরীক্ষার হারের তালিকায় এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান একদম শেষের দিকে।

এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের থেকে পিছিয়ে আছে একমাত্র মিয়ানমার। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যানুসারে দেশটিতে প্রতি ১০ লাখে মাত্র ৫২ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে। বাংলাদেশে এই হার প্রতি ১০ লাখে ৯০ জন।

বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত ওয়ার্ল্ডমিটারে বাংলাদেশের নমুনা পরীক্ষার পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। বুধবার পর্যন্ত বাংলাদেশের কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা ছিল ৫০ এবং আক্রান্ত রোগী সংখ্যা ১,২৩১ জন।

বাংলাদেশে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এপ্রিলের প্রথম ১৫ দিনে আগের তুলনায় আক্রান্তের পরিমাণ ২৪ গুণ বৃদ্ধি পেয়েছে।

এদিকে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে করোনাভাইরাস সৃষ্ট কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৪,৬১৬ জনে। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ২,০৮৩,৩২৬।

About

Popular Links