Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

সাতক্ষীরায় ত্রাণের দাবিতে বিক্ষোভ

ভূমিহীন জনপদে প্রায় ৫ হাজার মানুষ বসবাস করেন। এ পর্যন্ত সেখানে কেউ ত্রাণ পাননি। বারবার বলার পরেও কর্ণপাত করেননি স্থানীয় কাউন্সিলর

আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ০৫:৫৬ পিএম

ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছে সাতক্ষীরা সদরের বাঁকাল ইসলামপুরের (চর) ভূমিহীন জনপদের সহস্রাধিক মানুষ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে এ সময় নেতৃত্ব দেন, সিপিবির জেলা সম্পাদক আবুল হোসেন, ক্ষেত মজুর সমিতির জেলা সভাপতি ইয়ার আলী, আওয়ামী লীগের স্থানীয় নেতা আশরাফুল আলম, মাসুম বিল্লাহ প্রমুখ।

আবুল হোসেন জানান, বাঁকাল এলাকার ইসলামপুর চর এলাকায় ভূমিহীন জনপদে প্রায় ৫ হাজার মানুষ বসবাস করেন। এ পর্যন্ত সেখানে কেউ ত্রাণ পাননি। বারবার বলার পরেও কর্ণপাত করেননি স্থানীয় কাউন্সিলর। তাই বাধ্য হয়ে বিক্ষোভে নামতে হয়েছে।

তবে ইসলামপুর চরে ২শ’ পরিবারকে দেড় হাজার করে টাকা দেওয়া হয়েছে দাবি করে পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম বলেন, “সেখানে দেড় হাজারের মত ভোটার রয়েছে। ২শ’ জনকে চালের কার্ড করে দেওয়া হয়েছে। বরাদ্দ সাপেক্ষে সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে এবং আগামীতে হবে।”

সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, ত্রাণবঞ্চিত মানুষ মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ করছে, এমন সংবাদে সেখানে উপস্থিত হই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে তাদেরকে ত্রাণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিলে তারা বিক্ষোভের সমাপ্তি ঘোষণা করে যার যার বাড়িতে ফিরে যায়।”

About

Popular Links