Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন সাকিব

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ‘সাকিব আল হাসান ফাউন্ডেশন’ নামে একটি ফেসবুক পেইজের লাইভে এসে তিনি এ আহ্বান জানান

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৪:৩৫ পিএম

করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটময় পরিস্থিতিতে দুস্থ ও অসহায়মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

শুক্রবার (১৮ এপ্রিল) সন্ধ্যায়  “সাকিব আল হাসান ফাউন্ডেশন”  নামের একটি ফেসবুক পেইজে লাইভে এসে তিনি এ আহ্বান জানিয়েছেন।

সাকিব বিত্তবানদের এই সংকটময় পরিস্থিতিতে স্বতন্ত্রভাবে বা তার দাতব্য ফাউন্ডেশনের  মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সাকিবের ফাউন্ডেশন থেকে দরিদ্রদের খাবার এবং চিকিৎসক ও নার্সসহ করোনার সাথে সম্মুখভাগে লড়ে যাওয়া অন্যান্যদের পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম)দেয়া হবে।

সাকিব আল হাসান ফাউন্ডেশনের ওয়েবসাইটে তাদেল লক্ষ্য সম্পর্কে বলা হয়েছে, “বাংলাদেশের নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে কাজ করছে 'সাকিব আল হাসান ফাউন্ডেশন'। বিশেষায়িতভাবে স্বাস্থ্য এবং চিকিৎসা খাতে সাহায্য প্রদানের পাশাপাশি সর্বোপরি বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের মাধ্যমে তাদের জন্য একটি সুন্দর ভবিষ্যত নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য।”

বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব পরিবারের সাথে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। খুব শিগগির দ্বিতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন তিনি।

About

Popular Links