Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

খুলনা মেডিকেলের চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্ত

শনিবার সন্ধ্যায় ওই চিকিৎসকের রিপোর্ট পজিটিভ আসে

আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ০৭:১৪ পিএম

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের এক চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) ওই চিকিৎসকের টেস্ট রিপোর্টে করোনা পজিটিভ আসে। 

জানা গেছে, ওই চিকিৎসকের নাম মাসুদ হাসান। তিনি খুমেকের ইউরোলোজি বিভাগের সহকারী অধ‌্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। 

খুমেক হাসপাতালের পরিচালক ডা. মুন্সি রেজা সেকেন্দার এ তথ্য নিশ্চিত করে বলেন, “শনিবার সন্ধ্যায় ওই চিকিৎসকের রিপোর্ট পজিটিভ আসে। শুক্রবার চিকিৎসক নিজেই নমুনা পরীক্ষার জন্য দেন। তিনি খুমেক আবাসিকের ব্যাচেলর কোয়ার্টারে থাকেন। করোনা পজিটিভ হওয়ার পর ওই চিকিৎসককে কোয়ার্টারেই রাখা হয়েছে। তিনি খুলনার দ্বিতীয় করোনা পজিটিভ ব্যক্তি।”  

   

About

Popular Links

x