Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

দেড় হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান

বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতেই খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন মানুষের হাতে

আপডেট : ২০ এপ্রিল ২০২০, ০৭:০০ পিএম

প্রতিদিন কাজ না করলে তাদের খাবার জোটে না। তবুও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা মেনে ঘরে আছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দেড় হাজার দরিদ্র পরিবারের মানুষ। তাই ব্যক্তিগত তহবিল থেকে তাদের খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আবু তাহের।

রবিবার (১৯ এপ্রিল) উপজেলার দুলালপুর, গোপালনগর, শিদলাইসহ কয়েকটি গ্রামের দিনমজুর, দরিদ্র, অসহায় ও কর্মহীন পরিবারকে খাদ্য সহায়তা দেন চেয়ারম্যান। বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতেই খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন মানুষের হাতে।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান আবু তাহের বলেন, এই দুর্যোগে নিজ এলাকার গরিব ও অসহায় মানুষের সহায়তায় আমাদের এগিয়ে আসতে হবে।

খাদ্যসামগ্রী বিতরণের সময় চেয়ারম্যানের সঙ্গে ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দিকা, ব্রাহ্মণপাড়া সদর ইউপি চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, জেলা মৎসজীবী লীগের আহবায়ক মো. শাহ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, মল্লিকা গ্রুপের চেয়ারম্যান আবু ছাইয়েব বাপ্পী, জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি প্রমুখ।


   

About

Popular Links

x