Friday, May 31, 2024

সেকশন

English
Dhaka Tribune

জামালপুরে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ জনে

এ পর্যন্ত জেলাটিতে নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৪১টি

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১১:৪৮ এএম

জামালপুর জেলায় নতুন করে আরও ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে। 

সোমবার (২০ এপ্রিল) এ বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ড. আবু সাঈদ মোহাম্মদ মাহবুবুর রহমান।

তিনি জানান, নতুন নমুনা পরীক্ষা শেষে জেলার মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ ডাকবাংলোর ২৫ বছর বয়সী এক পরিচ্ছন্নকর্মীর দেহে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। 

এছাড়া গতকাল সদর উপজেলার অধিবাসী এক ব্যক্তি ময়মনসিংহ হাসপাতালে ভর্তি হবার পর নমুনা পরীক্ষায় তার দেহেও করোনাভাইরাস শনাক্ত হয়।  

জামালপুর জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত ২৬ জনের মধ্যে জামালপুর সদরে ৪, বকশীগঞ্জে ২, দেওয়ানগঞ্জে ৩, মেলান্দহে ৩, মাদারগঞ্জে ৯ ও ইসলামপুরে ৫ জন। ইসলামপুরে ৫ জনের ২ জনের নমুনা তাদের মৃত্যুর পর সংগ্রহ করে পরীক্ষায় কোভিড-১৯ ফলাফল পজেটিভ এসেছিল বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ।

এ পর্যন্ত সর্বমোট নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৪১টি। সর্বশেষ নমুনা সংগ্রহ করা হয়েছে ৭৩ জনের। মোট হোম কোয়ারান্টাইনে থাকা ৯৭১ জনের মধ্যে ৬৯০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এখন হোম কোয়ারেন্টাইনে আছেন ২৮১ জন।

About

Popular Links