Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে করোনাভাইরাসের ৯০০ টেস্টিং কিটসহ আটক ২

১৬ এপ্রিল করোনাভাইরাসের টেস্টিং কিট অবৈধভাবে মজুদ এবং সুরক্ষা সরঞ্জাম উচ্চমূল্যে বিক্রির অভিযোগে চারজনকে গ্রেফতার করে পুলিশ

আপডেট : ২১ এপ্রিল ২০২০, ০৮:১৩ পিএম

রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে করোনাভাইরাসের ৯০০ টেস্টিং কিটসহ দুইজনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। র‍্যাব-৩’এর কোম্পানি কমান্ডার (সিপিসি-২) মেজর ইমাদ উদ্দীন লস্কর বিষয়টি নিশ্চিত করেছেন।     

এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) করোনাভাইরাসের টেস্টিং কিট অবৈধভাবে মজুদ এবং সুরক্ষা সরঞ্জাম উচ্চমূল্যে বিক্রির অভিযোগে চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের রাজধানীর বাংলামোটরের জহুরা টাওয়ার থেকে গ্রেফতার করা হয়। 

এ সময় পুলিশ তাদের কাছ থেকে ২৭৫টি টেস্টিং কিট, ৯ হাজার ৫০টি সাধারণ মাস্ক, ১০০টি এন-৯৫ মাস্ক, ১৯৮টি পিপিই, ৯৬০ জোড়া হ্যান্ড গ্লোভস, ২৫০ জোড়া গ্লাস, ৯০০টি ক্যাপ ও ১ হাজার ৪৪০টি স্যু কভার জব্দ করে।  

এদিকে মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৩৮২ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ১১০ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছে করোনাভাইরাস আক্রান্ত ৮৭ রোগী।

About

Popular Links