নাটোরের লালপুর উপজেলার কদিমচিলান এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হওয়ার ঘটনায় বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম সামসুন নূরকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার (২৭ আগস্ট) সকাল ১১ টার দিকে ওসি সামসুন নূর প্রত্যাহারের আদেশ পান।
প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের বগুড়া জোন অফিসের এএসপি মোজাম্মেল হোসেন এবং জিএম সামসুন নূর।
এএসপি মোজাম্মেল হোসেন জানান, ‘নাটোরের কদিমচিলান এলাকায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ১৫ জন নিহতের ঘটনা ঘটে। এ ঘটনায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এবং ঘটনার তদন্তের স্বার্থে বনপাড়া হাইওয়ে থানার ওসি জিএম সামসুন নূরকে প্রত্যাহার করে বগুড়া অফিসে আসার নির্দেশ দেয়া হয়েছে’।
প্রত্যাহার প্রসঙ্গে জিএম সামসুন নূর সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি নাটোর থেকে বগুড়ায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
প্রত্যাহার প্রসঙ্গে সামসুন নূর জানান, ‘কর্তৃপক্ষ যা ভালো মনে করেছেন তাই হয়েছে’। এতে তার কোন মন্তব্য নেই বলেও দাবী করেন তিনি।