Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু

খুলনার সিভিল সার্জন জানান, মৃত ব্যক্তির পরিবারের মোট পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি তার গ্রামের ৪০টি বাড়ি লকডাউন করা হয়

আপডেট : ২২ এপ্রিল ২০২০, ০৪:১১ পিএম

খুলনা বিভাগে প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রূপসা উপজেলার একজনের মৃত্যু হয়েছে।

খুলনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আব্দুল আহাদ বলেন, মঙ্গলবার (২১ এপ্রিল) খুলনা অঞ্চলের ১৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে খুলনায় মঙ্গলবার সকালে মারা যাওয়া দু’জনের মধ্যে রূপসার একজনের করোনা পজিটিভ আসে।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা ডা. আশরাফুর রহমান জানান, মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে রূপসা উপজেলার এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

মৃতের স্বজনরা জানান, পাঁচদিন ধরে তিনি জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত ছিলেন। মৃত্যুর পর তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে তাতে করোনা পজিটিভ আসে।

এদিকে, খুলনার সিভিল সার্জন জানান, মৃত ব্যক্তির পরিবারের মোট পাঁচজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পাশাপাশি তার গ্রামের ৪০টি বাড়ি লকডাউন করা হয়।

   

About

Popular Links

x