সাতক্ষীরার পশ্চিম সুন্দরবন এলাকা থেকে লোকালয়ে প্রবেশ করেছে একটি চিত্রা হরিণ। পরে হরিণটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়। এ নিয়ে দুই দিনের ব্যবধানে হরিণ আবারও লোকালয়ে প্রবেশের ঘটনা ঘটলো।
বুধবার (২২ মার্চ) ভোরে শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে হরিণটি পথ ভুলে চলে আসে।
পরে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে মুন্সিগঞ্জ ফরেস্ট স্টেশন ও কদমতলা স্টেশন কর্মকর্তা আবু সায়ীদ ফোর্স নিয়ে সেখানে যান। বনকর্মী ও স্থানীয়দের সহযোগিতায় হরিণটি উদ্ধার করে সেটিকে আবার সুন্দরবনে অবমুক্ত করেন।
এ ব্যাপারে ষ্টেশন কর্মকর্তা আবু সায়ীদ জানান, ভোরে হরিণটি ঘোরাফেরা করতে দেখে স্থানীয় মুন্সিগঞ্জ ফরেস্ট অফিসের খবর দেই। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই ও হরিণটি উদ্ধার করে তৎক্ষণাৎ স্বাস্থ্য পরীক্ষা করি। শরীরে কোনো ক্ষত না থাকায় ও হৃদক্রিয়া স্বাভাবিক থাকায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের বিপরীতে গহীন সুন্দরবনে সেটি ছেড়ে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, এর আগে গত ২০ এপ্রিল শ্যামনগরের কোবাদক স্টেশন থেকে লোকালয়ে আসা আরও একটি হরিণও উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছিল বন বিভাগ।