Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

স্বাস্থ্যমন্ত্রী: সরকার ভিআইপিদের আলাদা চিকিৎসার ব্যবস্থা করেনি

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো বিবৃতি না দিতে অনুরোধ করে তিনি বলেন, ‘এতে অযথা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সবার জন্য একই হাসপাতালে একই চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে’

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০৩:৪৬ পিএম

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত হলে ভিআইপিদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা করার যে খবর বিভিন্ন গণমাধ্যমে এসেছে তা সঠিক নয়।

তিনি বলেন, “কোভিড-১৯ চিকিৎসায় ভিআইপিদের জন্য আলাদা কোনও ব্যবস্থা সরকার করেনি।”

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে মন্ত্রী বলেন, “সবার জন্য একই হাসপাতালে একই চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে।”

এসময় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো বিবৃতি না দিতে অনুরোধ করে তিনি বলেন, “এতে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।”

হাসপাতাল লকডাউনের বিষয়ে মন্ত্রী জানান, কোনো হাসপাতাল লকডাউন করা হয়নি, করা হবে না।

এর আগে করোনা আক্রান্ত হলে ভিআইপিদের জন্য আলাদা চিকিৎসা ব্যবস্থা করার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

 

About

Popular Links