Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিএনপি নেতার বাড়িকে আইসোলেশন কেন্দ্র করার প্রস্তাব

সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে। তিনি অনুমতি দিলে বাড়িটি আমরা ব্যবহার করতে পারব

আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০৪:০৪ পিএম

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা দেওয়ার জন্য নিজ বাড়িকে আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহারের প্রস্তাব দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) মুহাম্মদ হানিফ।

বুধবার (২২ এপ্রিল) সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জ ভাসানী রোডের দ্বিতল বাড়িটি আইসোলেশন সেন্টার হিসেবে ব্যবহার করার জন্য সিভিল সার্জন বরাবর লিখিত প্রস্তাব দেন তিনি।

মেজর (অব.) মুহাম্মদ হানিফ বলেন, “বিশ্বব্যাপী মরণব্যাধী করোনাভাইরাসের করাল গ্রাস থেকে সিরাজগঞ্জ জেলা নিরাপদ নয়। ইতিমধ্যে একাধিক ব্যক্তি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনের জন্য আবাসন প্রয়োজন হলে শহরের ভাসানী রোডের আমার দ্বিতল বাড়িটি আইসোলেশন সেন্টার ও ভাইরাসে আক্রান্তদের ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়েছে।”

“এ বিষয়ে আমার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছে,” বলেন তিনি।

সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদুল ইসলাম বলেন, “বিএনপি নেতা মেজর (অব.) মুহাম্মদ হানিফের প্রস্তাবটি ভালো। তবে এ বিষয়ে জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক বরাবর আবেদন করতে হবে। তিনি অনুমতি দিলে বাড়িটি আমরা ব্যবহার করতে পারব।”

About

Popular Links