Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

শ্রীপুরে ষাঁড়ের আঘাতে শিশু নিহত

কোনও অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ০৬:০০ পিএম

রবিবার গাজীপুরের শ্রীপুরে ষাঁড়ের আঘাতে জোনাকি আক্তার নামের ছয় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। দুপুরে শ্রীপুর উপজেলার বরমী (পাঠানটেক) গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত জোনাকি আক্তার ওই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে। 

এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম জানান, নিহত শিশুটি দুপুরে তার মায়ের সাথে মাঠে গরু আনতে যায়। সে সময় তাদের গরুর পাশে একটি ষাঁড় গরু বাঁধা ছিল। মায়ের পাশে দাঁড়ালেও হঠাৎ ষাঁড় গুঁতো দিয়ে মাটিতে ফেলে পা চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি নিহত হয়। কোনও অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 


About

Popular Links