Thursday, June 13, 2024

সেকশন

English
Dhaka Tribune

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪১৮

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়

আপডেট : ২৬ এপ্রিল ২০২০, ০২:৩৫ পিএম

দেশে শনিবার (২৫ এপ্রিল) থেকে রবিবার (২৬ এপ্রিল) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত  ৪১৮ জন রোগী শনাক্ত করা হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। 

এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫,৪১৬ জনে এবং  মৃতের সংখ্যা দাঁড়ালো ১৪৫ জনে।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৯ জন সুস্থ হয়েছেন। ফলে এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১২২ জন।

তিনি আরও জানান,  মৃতদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন, যাদের মধ্যে ৪ জনই রাজধানীর ভেতরের, একজনের বাড়ি দোহারে। গত ২৪ ঘণ্টায় ১০ বছরের নিচে একটি শিশুরও মৃত্যু হয়েছে। তার কিডনিজনিত কিছু সমস্যা ছিল। এছাড়া ষাটোর্ধ্ব একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আরও তিনজন মারা গেছেন বলেও জানান তিনি।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মাত্র ১৬ দিনের ব্যবধানে বিশ্বে আরও ১ লাখ মানুষের মৃত্যু হয়েছে। 

বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী,  রবিবার (২৬ এপ্রিল) পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩ হাজার ২৭৬।

গতবছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়া নভেল করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

 ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়।এরপর গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। 


About

Popular Links