Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় সারাদেশে ২১ চিকিৎসক আক্রান্ত

গত দু’সপ্তাহে সারাদেশে প্রতিদিন গড়ে ২৭ জন চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন

আপডেট : ২৭ এপ্রিল ২০২০, ১২:১১ পিএম

গত ২৪ ঘণ্টায় আরও ২১ জন চিকিৎসকের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। কোভিড-১৯ আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে গিয়ে তারা নিজেরাই আক্রান্ত হন।

সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) এই তথ্য জানায়। এ নিয়ে সারাদেশে করোনাভাইরাস আক্রান্ত চিকিৎসকের সংখ্যা বেড়ে ৩৭৩ জনে দাঁড়ালো।

এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২৮৩ চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট ও রংপুর বিভাগে যথাক্রমে ৩৬, ১৩, ১০, ৯, ৬, ৩ জন চিকিৎসক করনাভাইরাস সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের সংক্রমণের সংখ্যা বেশি।

বিডিএফ জানায়, গত এপ্রিল সারাদেশে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা ছিল জন। পরবর্তী ২ সপ্তাহে এই সংখা ৬ গুণ বৃদ্ধি পায়। গত দু’সপ্তাহে সারাদেশে প্রতিদিন গড়ে ২৭ জন করে চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বাংলাদেশে প্রথম কোনও চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

এর আগে ১২ এপ্রিল রাজধানী ঢাকায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক চিকিৎসকের মৃত্যু হয়।

About

Popular Links