বাংলাদেশের দীর্ঘতম মানুষ জিন্নাত আলী ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। দেশের দীর্ঘ মানব জিন্নাত আলী (২৫) মঙ্গলবার ভোর রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জিন্নাতের বড় ভাই ইলিয়াছ আলী ঢাকা জানান, দীর্ঘদিন ধরেই ব্রেন টিউমারে ভুগছিলেন জিন্নাত আলী। রবিবার তাকে চমেক হাসপাতালে আনা হয়। প্রথমে তাকে হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে সোমবার নিউরোসার্জারি বিভাগে লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়।
জিন্নাত আলীর উচ্চতা ৮ ফিট ৬ ইঞ্চি। কক্সবাজারের রামুতে পরিবারের সাথে থাকতেন তিনি। জান্নাত আলী বাংলাদেশের দীর্ঘতম মানুষ এবং সারা বিশ্বে দ্বিতীয় ছিলেন।
তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, ৫ বছর আগে ব্রেইন টিউমারে আক্রান্ত হন জিন্নাত আলী। তবে, কোনও অস্ত্রপচার করাতে রাজী হননি তিনি। এর পাশাপাশি ডায়বেটিসসহ আরও নানা ধরনের রোগে ভুগছিলেন তিনি।