করোনাভাইরাস সংক্রমণ রোধে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করেছেন হবিগঞ্জের বানিয়াচঙ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্ত। এই অপরাধে তাকে প্রত্যাহার করে জেলা পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সম্প্রতি বানিয়াচঙয়ে বেশ কিছু মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে ফিরেছেন। তাদের কোয়ারেন্টিন নিশ্চিত এবং আক্রান্ত পরিবারগুলোর সদস্যদের লকডাউনে রাখাসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে পুলিশ। কিন্তু ওসি রঞ্জন কুমার সামন্ত এসব কাজে অনীহা প্রকাশ করায় তাকে পুলিশ সদর দপ্তরের আদেশে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।
পুলিশ সুপার আরও বলেন, জাতির এই দুর্যোগময় মুহূর্তে সরকারি কর্মচারি হিসেবে যে কোনো নির্দেশ পালনে পুলিশ বাধ্য। বিশেষ করে চলমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বাহিনী এক ধরনের যুদ্ধে নিয়োজিত। জনগণকে সব ধরনের সেবা ও সুরক্ষা দিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এমতাবস্থায় ওসির এই দায়িত্বহীনতা অত্যন্ত দুঃখজনক।