সিরাজগঞ্জের শাহজাদপুরে দাম্পত্য কলহের জেরে নিজের ৯ মাসের শিশু সন্তানকে গলা করে হত্যা করেছেন মুক্তা খাতুন নামে এক নারী (২৫)।
মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার পোরজনা ইউনিয়নের জোতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। নিহত ওই শিশুর নাম মাহমুদ উল্লাহ
নিহত শিশুর দাদি জানান, চার বছর আগে বিয়ের পর থেকেই মুক্তা খাতুনের সাথে স্বামী আব্দুল্লাহ আল মামুনের দাম্পত্য কলহ চলে আসছে। মামুন শ্রমিক হিসেবে বিভিন্ন জেলায় কাজ করেন। কিন্তু করোনাভাইরাসের কারণে লকডাউন থাকায় কয়েকদিন ধরে বাড়িতে আটকা ছিলেন তিনি। বাড়িতে থাকাকালীন স্ত্রীর সাথে আবার কলহ হয় তার।
পরে মঙ্গলবার ধান কাটার শ্রমিক হিসেবে সে সিলেটের উদ্দেশে রওনা দেন মামুন। এ সময় তার মা এগিয়ে দিতে ঘাটে যান। এই সুযোগে বাড়ি ফাঁকা পেয়ে নিজের ৯ মাস বয়সী শিশু সন্তানের মুখে টেপ পেঁচিয়ে গলা কেটে হত্যা করেন।
গ্রামবাসি পরে পুলিশে খবর দেয় এবং তাকে আটক করে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বুধবার সকালে এই ঘটনায় অভিযুক্ত মুক্তা খাতুনকে আটক করে পুলিশ।
শাহজাদপুর থানার ওসি আতাউর রহমান বলেন, “পুলিশ খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে থানায় রাখে। ময়না তদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।“
ওসি আরও বলেন, “দাম্পত্য কলহের জের ধরে মা নিজের ছেলেকে খুন করেছে। নেপথ্যে অন্য কোনো ঘটনা আছে কি-না, তা খতিয়ে দেখছে পুলিশ।“