Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৬৪১ জন, মৃত ৮

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানানো হয়

আপডেট : ২৯ এপ্রিল ২০২০, ০২:৩৬ পিএম

দেশে মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে বুধবার (২৯ এপ্রিল) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত আরও ৬৪১ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭,১০৩ জনে।

পাশাপাশি একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। ফলে এ পর্যন্ত মোট ১৬৩ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৪,৯৬৮ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১১ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ১৫০ জন।

নাসিমা সুলতানা জানান, মৃত আট জনের মধ্যে ছয় জন পুরুষ এবং দুই জন নারী। অবস্থানের ভিত্তিতে বিচার করলে ছয় জন ঢাকার ভেতরে, দুই জন ঢাকার বাইরে। 

এসময় বয়সের ভিত্তিতে বিচার করলে  চারজনের বয়স ৬০ বছবের বেশি, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন এবং ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন রয়েছেন।


About

Popular Links