Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

সদরঘাট ফায়ার সার্ভিস স্টেশন লকডাউন

স্টেশনে দায়িত্বরত একজন অফিসার ও ৭ জন ফায়ারম্যান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন

আপডেট : ৩০ এপ্রিল ২০২০, ০৮:৩৫ পিএম

একজন অফিসারসহ ৮ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় সদরঘাট ফায়ার সার্ভিস স্টেশন লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।

তিনি জানান, প্রথমদিন ১ জন কর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়। পরের দুই দিন যথাক্রমে ৪ ও ৩ জন কর্মীর করোনাভাইরাস ধরা পড়ে।  আক্রান্ত ৮ জনের মধ্যে একজন অফিসার, বাকিরা সবাই ফায়ারম্যান পদে কর্মরত।

লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান বলেন, “প্রথম আক্রান্ত ব্যক্তির সন্ধান পাওয়ায় আমরা আরও কয়েকজনের নমুনা পরীক্ষা করি। এখন পর্যন্ত ৪০ জন ব্যক্তিকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে।“

পরিচালক আরও বলেন, “এখানে ৩০ জনেরও বেশি স্টাফ রয়েছেন। কয়েকজনের পরিবারও এখানেই থাকেন। তাদের সবাইকে আমরা বলেছি বাইরে না যেতে।“

তিনি আরও জানান, “বৃহস্পতিবার আরও কয়েক ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেগুলোর ফলাফল শুক্রবার নাগাদ পাওয়া যাবে।  পর্যায়ক্রমে সবার নমুনা যাতে পরীক্ষা করানো যায়, সেই চেষ্টাটাই চালাচ্ছি আমরা।“

জিল্লুর রহমান বলেন, “আক্রান্ত ব্যক্তিদের পরিবারের কোনও ব্যক্তি এখন পর্যন্ত আক্রান্ত হননি।“

তবে, লকডাউনের কারণে আগুন নেভানো কিংবা এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সমস্যা হবে না বলেও জানান তিনি।

About

Popular Links