যশোরের প্রান্তিক চাষিদের ধান কেটে দিচ্ছে সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। জেলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে শুক্রবার (০১ মে) সকাল ৭টা থেকে তারা এ ধান কাটা কার্যক্রম শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৫টি দলে বিভিক্ত হয়ে তারা কৃষকের ধান কেটে দিচ্ছেন। শ্রমিক সংকটের এ সময়ে বিনাপয়সায় ধান কাটাতে পেরে খুশি চাষিরা।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সেক্রেটারি সানোয়ার আলম খান দুলু বলেন, “করোনার প্রভাবে মানুষ ঘরবন্দি। এ অবস্থায় কৃষকের ধান পেকে গেছে। কিন্তু শ্রমিক সংকটে মাঠ থেকে ধান ঘরে নিতে পারছে না কৃষকরা। ইতোমধ্যে কৃষকদের ধান ঘরে তুলে দিতে কাজ শুরু করেছে বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তারই ধারাবাহিকতায় যশোরে প্রান্তিক চাষিদের ধান কেটে দিচ্ছে সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা।”
তিনি আরও বলেন, “জোটের উদ্যোগে সাংস্কৃতিক কর্মীদের নিয়ে গঠিত ১৫টি দলে ২২০ জন ধানকাটা কার্যক্রম শুরু করেছে। তারা হাতে ও মেশিনে দুইভাবেই কৃষকের ধান কেটে দিচ্ছে।”